'প্রেমে ছ্যাকা' শব্দ জোড়া নিজ ক্যারিশমায় বেশ সুপরিচিতই বলা যায়। কেউ কেউ আবার রশিকতা করে একে ছ্যাকামাইসিন বলেও ডাকে। প্রেম থাকলে ছ্যাকা থাকবে। যেখানে প্রেম নেই সেখানে আবার ছ্যাকা কিসের? তাই ছ্যাকাকে ভয় পেয়ে প্রেমে পিছিয়ে যাওয়ার নজির খুব একটা দেখা যায় না। এখন কথা হচ্ছে- এতকিছু থাকতে ছ্যাকা নিয়ে মাতামাতি কেন? কেন নয়? বলিউডের তাবত সুন্দর মুখগুলো যখন একের পর এক ছ্যাকামাইসিন খেয়ে ধরাশায়ী তখন এ নিয়ে একটু গপসপ না করলে কি চলে?
আসুন জানি বলিউডের ছ্যাকা খাওয়া কিছু তারকার কথা-
১. সালমান খান ও ঐশ্বরিয়া রাই : বলিউডের ভালোবাসার ইতিহাসে অন্যতম মোড় এনে দেয় এই মিষ্টি আর কড়া প্রেমের গল্পটি। দর্শকদের মনে সালমান আর ঐশ্বরিয়া নাম দুটো যেন সমার্থকই হয়ে দাড়িয়েছিল সে সময়। কিন্তু হঠাৎ সালমানের হাত ছেড়ে চলে যান অ্যাশ। তার অভিযোগ ছিল, সালমান খান মানসিক ও শারীরিকভাবে তাকে হেয় করেছেন এবং আত্যাচার চালিয়েছেন। পরবর্তীতে অবশ্য অ্যাশকে খুনের হুমকিও দেন সালমান।
২. শহীদ কাপুর-কারিনা কাপুর : জুটি বেঁধে কাজ শুরুর পর থেকেই একে অন্যের প্রেমে মজে থাকা এই তারকা জুটি তিন বছরের মাথায় সম্পর্কের ইতি টানেন। নতুন ভালোবাসা সাইফ আলী খানের প্রেমে মত্ত হয়ে শহীদকে ছেড়ে সাইফের সঙ্গে ঘর বাঁধেন কারিনা। মজার ব্যাপার হল, বিচ্ছেদের আগে করা এই জুটির একটা ছবিও ব্যবসা সফল হয়নি। তবে বিচ্ছেদের পরপরই মুক্তি পাওয়া তাদের জাব উই মেট কিন্তু বাম্পার হিট হয়।
৩. রণবীর কাপুর ও দিপীকা পাড়ুকোন : মিষ্টি এই যুগল বলিউডে পা রাখার পর থেকেই একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বপ্ন দেখেন ঘর বাঁধার। রণবীরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দিপীকা নিজের ঘাড়ে আরকে অক্ষরের স্থায়ী ট্যাটুও আঁকেন। তবে সেসবই এখন স্মৃতি। ক্যাটরিনার ভালোবাসায় রণবীর ডুব দেওয়ার পর থেকে দিপীকাও ঝুঁকে পড়েন আরেক বলিউড আভিনেতা রণবীর সিং এর প্রতি।
৪. জন আব্রাহাম ও বিপাশা বসু : টানা ১০ বছর একসঙ্গে থাকার পর ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। সঠিক কারণটি কখনো না বললেও মনে করা হয় বিয়ের ব্যাপার নিয়ে নিজেদের ভেতরে তৈরী হওয়া খানিকটা তিক্ততাকেই এই বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে ধরা হয়।
৫. কারিশমা কাপুর ও অভিষেক বচ্চন : অনেকদিনের সম্পর্ক ছিল কারিশমা আর অভিষেকের। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনেই এই যুগলের বাগদান হবার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই বাগদান স্থগিত করে দেওয়া হয়। তারপর একটা সময় বিচ্ছেদ হয়ে যায় এই জুটির। খুব তাড়াতাড়িই শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। অভিষেকও বিয়ে করেন ঐশ্বরিয়া রাইকে।
৬. আমির খান ও রিনা দত্ত : বলিউডের চকলেট বয় আমির খান অনেক সাধ্য-সাধনার পর নিজের ছোটবেলার ভালোবাসা রিনা দত্তকে বিয়ে করেন। তবে ১৫ বছর পর ২০০২ সালে রিনাকে ছেড়ে দেন তিনি কিরণ রাও এর জন্যে। ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণকে।
৭. সালমান খান ও ক্যাটরিনা কাইফ : এই বিদেশিনীকে বলিউডে পাকা অবস্থানে দাড় করাতে নিজের চেষ্টার সবটাই করেন সালমান। ক্যাটরিনাও শক্ত অবস্থানে এসেও হাত ছাড়েননি সালমানের। কিন্তু সেটা রনবীর কাপুরের আসার আগ পর্যন্ত। বর্তমানে রণবীরের সঙ্গেই ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকা বলিউডের এই জনপ্রিয় নায়িকা এখনো সালমানের শুভাকাঙ্খি।
৮. প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া : বলিউডের অন্যতম সুদর্শন এই যুগলের বিচ্ছেদ কেন হয়েছে সেটা এখনো অজানা। তবে আর যাই হোক, মামলা-মোকাদ্দমায় এখনো প্রায়ই একে অন্যের সামনে পড়তে হয় তাদেরকে। শিরোনাম হন খবরের পাতায়।
৯. লরা দত্ত ও কেলি দর্জি : নিজেদের ভালোবাসাকে নিয়ে সবসময়ই দ্বিধামুক্ত ছিলেন এই বলিউড তারকা জুটি। তবে এতকিছুর পরেও খানিকটা তিক্ততা চলে আসে তাদের ভেতরে। কারণটা না জানা গেলেও বিচ্ছেদের পর এখন বেশ সুখেই আছেন তারা। যদিও কেলি এই বিচ্ছেদের পেছনে ডিনো মারিয়াকে দায়ী করেন।
১০. সাইফ আলি খান ও অমৃতা সিং : ধর্ম, বয়স সবকিছুকে তুচ্ছ করে সাইফ বিয়ে করেন অমৃতাকে। সাইফ সেসময় অমৃতার চাইতে বার বছরের ছোট। সুখেই ঘর করছিলেন তারা। সবাই ভেবে নিয়েছিল, সত্যিকারের ভালোবাসায় সত্যিই কোনো কিছুই বাঁধা হয়ে দাড়াতে পারে না। তবে সেটা ভুল। সাইফ ২০০৪ সালে ডিভোর্স দেন অমৃতাকে। তিনি সম্প্রতি বিয়ে করেছেন কারিনা কাপুরকে।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৪/আহমেদ