আর ক্যামেরার পেছন থেকে নয়, এবার ক্যামেরার সামনে থেকেই নিজের শ্রেষ্ঠত্ব জানান দিতে চান বলিউড পরিচালক রোহিত শেঠি। ৪১ বছর বয়সী বলিউডের এ সফল পরিচালক ইতোমধ্যে ১০০ কোটি রুপির অভিজাত ক্লাবের অঘোষিত প্রেসিডেন্ট হয়ে গেছেন। একটি ডাবল ও তিনটি সেঞ্চুরি উপহার দিয়ে তিনিই এখন ভারতের সবচেয়ে সফল পরিচালক।
তবে নিজের ছবিতেই সুযোগ করে চেহারাটা দর্শকদের দেখিয়ে দিতে চাচ্ছেন রোহিত তা ভাবলে ভুল হবে। আর. বালকি পরিচালিত ‘শামিতাভ’ মুভিতে দেখা যাবে তাকে। তবে মুভিটিতে তার চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি নয়। স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে আরো আছেন অমিতাভ বচ্চন ও ধানুশ।
এছাড়া ‘শামিতাভ’-এ রোহিতের পাশাপাশি থাকছেন বলিউডের আরো কয়েকজন পরিচালক। এ তালিকায় আছেন মহেশ ভাট, রাজকুমার হিরানি, রাকেশ ওমপ্রকাশ মেহরা, করণ জোহর, অনুরাগ বসু ও গৌরী শিন্ডে।
এদিকে, 'শামিতাভ' মুভি দিয়েই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কমল হাসানের ছোট মেয়ে অক্ষরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে মুভিটি।
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ