এবছরের আগস্টে শতাধিক তারকার নগ্ন ছবি প্রকাশ করে আলোড়ন সৃস্টি করে হ্যাকার চক্র। সেই তালিকা থেকে বাদ যাননি জেনিফার লরেন্সও। এবার নগ্ন ছবি ফাঁস প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
লরেন্স বলেন, ‘এটি যৌনতার লঙ্ঘন এবং অবশ্যই বিরক্তিকর ব্যাপার। আমি জানি না এই বিষয়টা আমার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলবে। তবে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত।’
লরেন্স আরও বলেন, ‘যেহেতু আমি একজন পাবলিক ফিগার, একজন অভিনেত্রী, আমি যে এই জন্যে কিছু বলছি না বিষয়টি সেটি নয়। এটি আমার শরীর, আমার পচ্ছন্দ। সুতরাং আমার শরীরের সঙ্গে এমন কিছু করা হবে যা আমার পচ্ছন্দ নয়, সেটি কখনোই মেনে নেবো না। এটি অবশ্যই বিরক্তিকর। আমি বিশ্বাস করি আমরা এ ধরনের বিশ্বে বাস করতে পারি না।’
এর আগে, ২৪ বছর বয়সী এই অভিনেত্রী নগ্ন ছবি ফাঁসের পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার রাগ এবং কান্না সম্পর্কে কথা বলতে ভালো লাগে না।’
উল্লেখ্য, একশ’ তারকার নগ্ন ছবি প্রকাশের তালিকায় জেনিফার লরেন্স ছিলেন প্রথম। অর্থাৎ সর্বপ্রথম লরেন্সের এসব ছবি অনলাইনে ফাঁস করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর ২০১৪/মাহবুব