মাত্র ১১ বছর বয়সে প্রথম প্রেমপত্র লিখেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি। ক্রিস্টোফার নামের এক ছেলেকে প্রেমপত্র লিখতেন পেরি। এবার পেরির লেখা সেই প্রেমপত্রগুলো আগামী নভেম্বর মাসে নিলামে তোলার ব্যবস্থা করতে যাচ্ছে জুলিয়েনস অকশনস। ধারণা করা হচ্ছে, সেগুলোর দাম ৮০০ মার্কিন ডলার ছাপিয়ে যাবে।
প্রেমপত্রগুলো পেরি লিখেছিলেন ১৯৯৫ সালে। ১৯ বছর পর সেগুলো নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস।
একটি প্রেমপত্রে পেরি লিখেছিলেন, 'প্রিয় ক্রিস্টোফার, বিশেষ একজনের কাছ থেকে আমি তোমার ঠিকানা পেয়েছি। বিশেষ ওই মানুষটি হলেন তোমার মা। আমি জানতাম না। একদিন তোমার মা একটি কোচে আমার মুখোমুখি বসেছিলেন। আমি তাকে বললাম, আপনাকে আমি অনেক পছন্দ করি। সত্যিই আমি জানতাম না তিনি তোমার মা। আমি খুবই বিব্রতবোধ করলাম যখন তোমার মা তোমাকে লেখার জন্য আমাকে অনুরোধ করলেন। আমি তার কথামতো ঠিকই লিখে ফেললাম।'
আরকেটি চিঠিতে ক্রিস্টোফারকে উদ্দেশ করে পেরি লিখেছিলেন, 'আমি তোমাকে অনেক পছন্দ করি। যত দ্রুত সম্ভব চিঠির জবাব দিও। ভালোবাসাসহ কেটি হাডসন।'
পেরির শৈশবের সেই প্রেম কত দিন টিকেছিল তা জানা যায়নি।