বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন অভিনীত 'শামিতাভ' মুক্তির প্রথম দিনই সর্বসাকুল্যে ৩.৫০ কোটি রুপি আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটার বার্তায় একথা নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডে'র
আর বালকি পরিচালিত 'শামিতাভ' ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এতে আরো অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও কমল হাসানের মেয়ে আকশারা হাসান। আকশারার এটাই প্রথম মুভি।
উল্লেখ্য, দুই ইগোকে ঘিরে মুভিটির গল্প আবর্তিত। অভিনেতা ধানুশ মুভিটির গল্পকে অদ্বিতীয় ও একদমই নতুন বলে বর্ণনা করেছেন।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ