বাল্য বিবাহের বিপক্ষে মানবাধিকার কর্মী ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের এ মত ব্যক্ত করেন ৬ সন্তানের জননী জোলি।
ইন্ডিয়া টুডে জানায়, সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, উন্নয়নশীল দেশগুলোর এক-তৃতীয়াংশ মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। ১৮ বছরের কম বয়সী এই মেয়েদের পরিবারকে অনেক সময় টাকা দিয়েও রাজি করানো হয়, যা একেবারেই অনুচিত।’
এই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করে মিস. ম্যাগাজিনের সম্পাদক বলেন, ‘বাল্য বিবাহ শুধুই যে একটি মেয়ের স্বপ্ন ভেঙে দেয়, তা নয়। বাল্য বিবাহের কারণে মেয়েটি অল্প বয়সে মা হয়, যা তার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
৩৯ বছর বয়সী জোলি বাল্য বিবাহ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ২০১৪ সালে ‘ডিফ্রেট’ নামে একটি সিনেমা প্রযোজনা করেন। চলচ্চিত্রটি ইতোমধ্যেই সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল ও বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ