দিলরুবা ইয়াসমিন রুহী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের অন্যতম এই মডেলের বিচরণ এখন ফিল্মপাড়ায়। এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায়ও নাম লিখিয়েছেন এক সময়ের র্যাম্পস্টেজ কাপানো এই মডেল। গত শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে রুহি অভিনীত গ্লামার ছবিটি। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় এতে তার সহশিল্পী রয়েছেন পরমব্রত চট্টপাধ্যায়।
এদিকে একই দিনে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে রুহির আরেকটি ছবি জিরোডিগ্রি। এতে তার সহশিল্পী হলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও জয়া আহসান। শুক্রবার সকালে ঢাকার বলাকা সিনেমা হলে ছবিটি উপভোগ করেন রুহি। আর ঐদিন বিকেলেই ঢাকা ত্যাগ করে কলকাতায় পৌঁছেন তিনি। যোগ দেন গ্লামার ছবির প্রিমিয়ার শোতে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, শুক্রবার কলকাতার সাউথসিটি মলের আয়নক্সে গ্লামারের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে নামি-দামি পরিচালক ও ছবিটির কলাকুশলীসহ প্রায় ৫শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। এছাড়া গত ২ দিনে সবগুলো সিনেমা হল থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
ওপার বাংলার ২৫টি সিনেমা হলে গ্লামার ছবিটি মুক্তি পেয়েছে বলে জানান রুহি।