প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত চাষী নজরুল ইসলামের শেষ অভিনীত ছবি 'কার্তুজ' মুক্তি পাচ্ছে ৬ মার্চ। এটি অভিনেতা বাপ্পারাজের প্রথম নির্মাণ। এতে চাষী নজরুল অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অসুস্থ অবস্থাতেই এই ছবিতে অভিনয় করেন তিনি। চাষী নজরুল ছিলেন একাধারে প্রযোজক-পরিচালক-চিত্রনাট্যকার ও অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মৃত্যুর আগে নির্মাণ করে গেছেন দুটি চলচ্চিত্র 'ভুল যদি হয়' এবং 'অন্তরঙ্গ'। এগুলো এখন মুক্তির অপেক্ষায়। ১১ জানুয়ারি মারা যান তিনি। নায়করাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চাষী নজরুলের। তাই বাপ্পারাজ যখন তার প্রথম পরিচালিত 'কার্তুজ' ছবিতে চাষী নজরুলকে কাস্ট করতে চাইলেন তখন বেশ খুশি মনেই রাজি হয়ে গেলেন তিনি। অসুস্থতা সত্ত্বেও মনপ্রাণ ঢেলে কাজ করলেন। দর্শক তার শেষ অভিনয় দেখতে পাবেন মার্চের প্রথম সপ্তাহে। রাজ্জাক নিবেদিত রাজলক্ষ্মী টেলিফিল্মস প্রযোজিত 'কার্তুজ' ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। চিত্রনাট্য রচনা ও পরিচালনায় বাপ্পারাজ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গান লিখেছেন কবির বকুল। ছবিতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, বাপ্পারাজ, সম্রাট, নিপুণ প্রমুখ।