এর আগে নিজেকে বদলাতে গিয়ে অভিনয়ের পাশাপাশি শুরু করেছিলেন প্রযোজনা। এবার আর সৃজনশীলতা না দেখাতে পারলে তৃপ্ত হতে পারছেন না সাবেক মিস এশিয়া ইন্টারন্যাশনাল দিয়া মির্জা। ঠিক করেছেন, নামবেন এবার পরিচালনায়ই। টাইমস অব ইন্ডিয়ার সূত্রমতে, দিয়া যে ছবির নির্দেশনা দিতে যাচ্ছেন সেটি একটা রোমান্টিক কমেডি। ভারতের গ্রামের প্রেক্ষাপটেই যার কাহিনী। আরও জানা গেল, ছবির গল্পটা এতই মনে ধরেছে যে, সেটা নিজের হাতে তৈরি না করা পর্যন্ত নাকি শান্তি পাচ্ছেন না তিনি। ছবির প্রযোজনার ভারও দিয়ার নিজের কোম্পানি নিতে যাচ্ছে। ঠিক করেছেন বলিউডের অপেক্ষাকৃত তরুণ অভিনেতাদের ডাক পড়বে অডিশনের জন্য। শুটিং শুরু হতে পারে এ বছরের জুন থেকে। বলা যায়, নির্মাতা হওয়ার জন্য প্রস্তুত দিয়া। আর এখন নিচ্ছেন শুটিং প্রস্তুতি।