জেমস বন্ড মানেই তো বিশাল হিরো। তার আহত হাওয়াটা মানায় না। কিন্তু পর্দা আর বাস্তব তো এক নয়। বাস্তব জীবনে জেমস বন্ডরাও অসুস্থ হন। জানা গেছে, জেমস বন্ড খ্যাত ডেনিয়েল ক্রেইগ আহত হয়েছেন।
বর্তমানে শুটিং চলছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি 'স্পেক্টার'র। আর শুটিংয়ে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন ক্রেইগ। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। তবে আঘাত তেমন গুরুতর না হওয়ায় গতকাল থেকে আবার শুটিং শুরু করেছেন তিনি। তিনি আহত হওয়ায় শুটিং স্থগিত হয়ে গিয়েছিল। ছবির দলের সদস্যদের ছবির সেট থেকে চলে যেতে বলা হয়। নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছিল, 'আপনারা চলে যেতে পারেন। ড্যানিয়েল তার হাঁটুতে চোট পেয়েছেন।'
এদিকে ক্রেইগ আহত হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছিলেন নির্মাতারা। কারণ এমনিতেই ছবির শুটিং শেষ করার জন্য তাদের হাতে খুব বেশি সময় নেই। তার ওপর ক্রেইগ আহত হওয়ায় ছবির শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে ছবি মুক্তির বিষয়টিও অনিশ্চয়তায় পড়তে পারে। তবে ক্রেইগের আঘাত গুরুতর না হওয়ায় এ যাত্রায় হাঁফ ছেড়ে বেঁচেছেন নির্মাতারা। গতকাল থেকে আবার ছবির শুটিং শুরু হয়েছে।