জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের সরাসরি গানের অনুষ্ঠান এসডি রুবেল লাইভ প্রচার হবে এশিয়ান টিভিতে। আজ রাত ১১টায় সম্প্রচারিতব্য এই অনুষ্ঠানে দর্শক-শ্রোতার অনুরোধের এবং নিজের বেশ কিছু জনপ্রিয় গান গাইবেন শিল্পী রুবেল। এই শিল্পীর গাওয়া যে কোনো গানের জন্য অনুরোধ করতে পারবেন দর্শক-শ্রোতারা।