পহেলা বৈশাখ উপলক্ষ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সঙ্গে এই প্রথম অডিও অ্যালবামে গাইলেন সময়ের আলোচিত ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা।
‘তুমি চাইলে আনতে পারি’ শিরোনামে গানটি লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজে।
গতকাল ২ এপ্রিল সন্ধায় নিকেতনে রিপন খানের ষ্টুডিও ‘ইকিউ’তে গানটির 'ভয়েস' দিয়েছেন তারা দুই জন। মিক্সড অ্যালবাম 'প্রত্যাশা'- এ প্রত্যয় ও লিজার এই গানটি থাকছে। জিয়াউদ্দিন এর আয়োজনে এই বৈশাখে জিসান মাল্টিমিয়ার ব্যানারে 'গান মেলায়' অ্যালবামটি প্রকাশিত হবে। খুব দ্রুত গানটির মিউজিক ভিডিও বাজারে আসবে বলে জানিয়েছে প্রত্যয়। বৈশাখের আগে গানটির প্রমো ইউটিউবে ছাড়া হবে।
গানটি গাওয়া প্রসঙ্গে লিজা বলেন, আমি প্রত্যয় নাম অনেক শুনেছি, অনেক ভাল কাজ করে। কিন্তু কখনও সুযোগ হয়নি প্রত্যয়ের সাথে কাজ করার। সেই সুযোগটা জিয়াউদ্দিন আলম ভাই করে দিলেন। অনেক সুন্দর একটি গান। গানটির সুর ও সঙ্গীত আমার দারুন লেগেছে, তাই গানটি গাইলাম। প্রত্যয় যে এত ভালো সুর করে তা আমার জানা ছিলো না। আশা করি গানটি সবার ভালো লাগবে।
গানটি গাওয়া প্রসঙ্গে প্রত্যয় বলেন, আলম চাচ্চুর সঙ্গে এর আগে ইমরানের গাওয়া 'পাগল এই মন' গানটি আমার করা ছিল এবং সেই গানটি জনপ্রিয় হয়েছে। সেই ধারাবাহিকতায় 'তুই চাইলে আনতে পারি' গানটি। আর লিজার গান শুনেছি, লিজা ভাল গায়। এই প্রথম পিউর একটি রোমান্টিক গান করেছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৫/এস আহমেদ