চলচ্চিত্রের খলনায়ক ও ঢাকার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তিনি বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে অভিনেতা ইমন ও জয় এবং বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী এবাদুর রহমান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘বঙ্গবন্ধুর জন্যই এ বাংলাদেশ হয়েছে। আমি টুঙ্গিপাড়া আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি তার গড়া দলের একজন হয়ে থাকতে চাই।’
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৫/এস আহমেদ