সানি লিওন দর্শক মাতাতে নানা লীলা করেন। শরীরি আবেদনে উত্তেজনার পারদ চড়িয়ে দেন কয়েক ধাপ। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল ভূত এসে জড়িয়ে ধরতে চাইছে সানি লিওনকে। আর সেই অশীরিরির অস্তিত্ব টের পেয়ে রীতিমতো অস্বস্তিতে সানি।
নাহ, সত্যি অবশ্য ভূতের দেখা পাননি সানি। আসলে ‘আহট’ সিরিয়ালে কাজ করতে চলেছেন তিনি। যে প্রমোশনাল ভিডিওটি বানানো হয়েছে তার জন্য, তা অবিকল এরকমই। ছবিতে ভূতেদের সঙ্গে মোলাকাত সানির এই প্রথম নয়। রাগিনি এমএমএস-২ তে সে পর্ব সারা হয়েছিল। তবে এবার ভূতেদের সঙ্গে বেশ কিছুদিন কাটাতে হবে তাঁকে।
সে প্রস্তুতি বেশ ভালো মতোই নিয়ে ফেলেছেন সানি। মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওতেই দেখা গেছে সানি অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ মুনসিয়ানার পরিচয় দিয়েছেন তাঁর অভিব্যক্তিতে। এবার ৬ এপ্রিল থেকে ভূতেদের সঙ্গে সানির কেমন কাটে, তাই দেখতে দর্শক চোখ রাখতেই পারেন টিভির পর্দায়।