'কিক' ছবিটি যেন ভাগ্যই বদলে দিয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। সালমান খানের বিপরীতে এ ছবিতে অভিনয়ের মাধ্যমে দারুণ সফলতা পান তিনি। এদিকে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া 'রয়' ছবিটি ভালো ব্যবসা না করলেও জ্যাকুলিন ঠিকই প্রশংসিত হয়েছে।
শুধু ছবির দিক দিয়েই নয়, বিজ্ঞাপনের দিক দিয়েও অন্য অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। বর্তমানে প্রতিটি টিভিসির জন্য জ্যাকুলিন হাঁকিয়েছেন দুই কোটি রুপি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য এক লাফে তিন কোটি রুপি নিয়েছেন এ অভিনেত্রী। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। রেঞ্জওভার ইনভোক ব্র্যান্ডের গাড়ির বিজ্ঞাপনের জন্য এই সম্মানী দেওয়া হয়েছে তাকে।