কে জামান কায়েস ব্যক্তিগত জীবনে একজন প্রশাসনিক কর্মকর্তা হলেও গানকে মনে ধারণ করেছেন ছোটবেলা থেকেই। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সংগীতশিল্পী। আর তার নিজের গীতি কবিতায় এবং সুরে এই বৈশাখে বাজারে আসছে 'প্যাসন অব লাভ-২' হৃদয় মানে না। মোট আটটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সব গানেরই কম্পোজিশন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
গানগুলো হলো- কি করি, মন ছুঁয়ে যাও, প্রেমে পেয়ালা, চলো সবাই, স্বপ্ন, লজ্জাবতী, এই জীবনে এবং এলোরে বৈশাখ। অডিও অ্যালবামের পাশাপাশি শ্রোতারা পাচ্ছেন দুটি গানের ভিডিও।