আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'গাড়িওয়ালা' ৭ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতের লক্ষ্নৌতে অনুষ্ঠিতব্য সপ্তম সিএমএস আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, 'গাড়িওয়ালা' এ বছরের শুরুতে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান-২০১৪' এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা বিশ্ব চলচ্চিত্র উৎসবে 'শ্রেষ্ঠ চিত্রনাট্যকার', 'শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা' এবং 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' এই তিন ক্যাটাগরিতে বিজয়ী হয় 'গাড়িওয়ালা'। এই চলচ্চিত্রে চিত্রনাট্যের জন্য আশরাফ শিশির 'শ্রেষ্ঠ চিত্রনাট্যকার', অভিনয়ের জন্য সুপার হিরো সুপার হিরোইন খ্যাত অভিনেতা মুস্তাফিজুর নুর ইমরান জিতে নেন 'শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা' এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফ যৌথভাবে জিতে নেয় 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' পুরস্কার।