অনেক দিন ধরে বাজারে নতুন কোনো অ্যালবাম নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার। আগামী ঈদুল ফিতরের জন্য স্বামী মঈনুল ইসলাম খানের সুর ও সংগীতে পূর্ণাঙ্গ একক অ্যালবাম করছেন তিনি। সম্প্রতি এর কাজও শুরু করে দিয়েছেন কনকচাঁপা। ইতিমধ্যে তার কণ্ঠে অ্যালবামের দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর শিরোনাম হচ্ছে- 'আমার একটা ছোট্ট বাড়ি' এবং 'আমারেই দেখতে গেল'। এ সম্পর্কে কনকচাঁপা বলেন, স্বামীর সুর ও সংগীতে এ পর্যন্ত অনেক গান গেয়েছি। এর প্রায় সব গানই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। তাই এবার তার সুর ও সংগীতে পূর্ণাঙ্গ একক অ্যালবাম করছি। তা ছাড়া অনেক দিন ধরেই ভক্ত-শ্রোতারা নতুন গান চেয়ে অনুরোধ করে আসছেন। এর মধ্যে বেশির ভাগ শ্রোতাই আমার স্বামীর সুর ও সংগীতে গান করার কথা বলেছেন। সব কিছু ভেবেই অ্যালবামটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, এবারকার অ্যালবামটি নিয়ে তাড়াহুড়া করতে চাই না। কিছুটা সময় নিয়ে গানগুলো করতে চাই। সম্প্রতি দুটি গানের রেকর্ডিং করেছি। বিভিন্ন গীতিকারের অংশগ্রহণে মিশ্র ভাবনার গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এতে খুব বেশি গান রাখার ইচ্ছা নেই। আশা করি, আগামী ঈদুল ফিতরে শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দিতে পারব। বর্তমানে চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কনকচাঁপা। ইতিমধ্যে তিনি দু-তিনটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন।