হৃদয় খানের বিচ্ছেদ নিয়ে গত দু'দিন ধরে মিডিয়া পাড়ায় চলছে তোলপাড়। গণমাধ্যমগুলোতে সুজানার বক্তব্য এলেও হৃদয় ছিলেন চুপ। তবে এবার মুখ খুললেন তিনি। সোমবার রাত সাড়ে ১১ টায় সুজানার সঙ্গে বিয়ে বিচ্ছেদের কথা স্বীকার করেন তিনি।
এক ভিডিও বার্তায় হৃদয় জানান, এখন থেকে সুজানার সাথে তার কোনো সম্পর্ক নেই। ফেসবুক ফ্যান পেজ 'হৃদয় খান'স ক্লাব'-এ ভিডিওটি আপলোড করা হয়েছে। এতে হৃদয়কে বেশ বিষন্ন লেগেছে। হৃদয় গাড়িতে বসে ভিডিওটি নিজেই রেকর্ড করেছেন। তিনি বলেন, 'হ্যালো ফ্রেণ্ডস, আপনাদের সবার উদ্দেশে আমার একটা কথা বলতে চাই। আপনারা সবাই জানেন গত বছরের ১ আগস্ট আমি প্রচণ্ড ভালোবেসে সুজানাকে বিয়ে করেছি। কিন্তু আজ ৬ এপ্রিল থেকে আমাদের আর সংসার করা হচ্ছে না। আমরা মিউচুয়ালি সেপারেশনে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই।'
ভিডিওটি শেয়ার করে হৃদয় ক্যাপশন হিসেবে ইংরেজিতে লিখেছেন, 'আই উইল লাইক টু অফিসিয়াল ইনফর্ম ইউ অল এ্যাবাউট মাই সেপারেশন উইথ সুজানা। প্লিজ প্রে ফর মি এভরিওয়ান।'
হৃদয় খানের ভিডিও ক্লিপস এর লিঙ্কটি পেতে চাইলে ক্লিক করুন :
https://www.facebook.com/video.php?v=10152822965357076&set=vb.92269692075&type=2&theater
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।