দীর্ঘ চার বছরের প্রেম, অতঃপর বিয়ে, কিন্তু সংসার টিকলো মাত্র কয়েক মাস। কথা হচ্ছে শোবিজ অঙ্গনের তারকা দম্পতি হৃদয়-সুজানার। গত বছরের ১লা আগস্ট বিয়ের পিড়িতে বসেন এ দু'জন। প্রথম দিকে ভালবাসা কানায় কানায় পূর্ণ ছিল তাদের সংসারে। তবে বেশিদিন নয়, অল্পদিনেই সম্পর্কে চিড় ধরে। সেই চিড় বড় হতে হতে শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদ। অঙ্কুরেই নষ্ট হয়ে গেল একটি স্বপ্নের বীজ।
সম্পর্কের তিক্ততার জেরে গত চার মাস ধরেই এই দম্পতি আলাদা থাকছিলেন। গতকাল সোমবার বিকেলে একে-অপরকে তালাক দিয়ে আলাদা হয়ে যান তারা।
কি এমন ঘটেছিল হৃদয়-সুজানার সংসারে? সুজানার ভাষায়, 'দেখেন হৃদয় আমাকে ভালোবাসতো অনেক আগে থেকেই। কিন্তু আমি প্রথমে সাড়া দেইনি। এরপর আমার পরিবারের লোকজন হৃদয়কে পছন্দ করলে আমি মত দেই। প্রথমদিকে ও আমাকে ভালোবাসলেও পরে দেখলাম ওর ভালোবাসা ছিল মুখে মুখে। সত্যি সত্যি ও কখনোই আমাকে ভালোবাসেনি। লোক দেখানো ভালোবাসায় আর কিছু চললেও সংসার চলে না। এ ছাড়া আমি স্বাধীনভাবে কিছু করতে পারতাম না। আমার সব কাজে নাক গলাতো হৃদয়। আমার সবকিছুতেই বাধা ছিল ওর। এ নিয়ে ওর সঙ্গে আমার ঝগড়াঝাটিও হতো। ওকে প্রচুর বুঝিয়েছি। চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। ও আমাকে বা আমার পরিবারকেও সম্মান দেখাতো না। কোনোভাবেই ওর সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। তাই ওকে ছেড়ে আমি আমার পরিবারের সঙ্গে থাকা শুরু করি।'
ডিভোর্স প্রসঙ্গে সুজানার জবাব, 'ভেবেছিলাম দু পরিবারের সমঝোতার মাধ্যমে হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তা আর হলো কই। সবচেয়ে বড় কথা- দুজন মানুষের মানসিকতা এক না হলে সংসার করা সম্ভব নয়। আর আমি মনে করি সংসার করার জন্য ওর (হৃদয়ের) আরও ম্যাচিউরিটি দরকার।'