রান্না শেখায় মন দিয়েছেন পুরুষদের স্বপ্ন সুন্দরী ক্যাটরিনা কাইফ। আর তা অবশ্য সবার জন্য নয়, বেঁছে বেঁছে রণবীরের পছন্দের খাবারগুলো তৈরি রপ্ত করছেন তিনি। এটা দেখে মনে হচ্ছে 'পুরুষের মনের রাস্তা যে শুরু হয় পেট থেকেই' প্রাচীন এই প্রবাদটিকে সত্যি মেনেই রান্না শেখায় মন দিয়েছেন ক্যাটরিনা।
কৃষ্ণা রাজ বাংলো থেকে বেরিয়ে এসে এখন বলিউড সুপারস্টার রণবীর কাপুর নিজের ফ্ল্যাটে আলাদা থাকছেন। এটা নিয়ে লুকোচাপার কিছু নেই। লুকোচুরি নেই তার সঙ্গে প্রিয় বান্ধবী ক্যাটরিনা কাইফের থাকা নিয়েও।
তবে সম্প্রতি শোনা গেছে, কৃষ্ণা রাজ বাংলোতে যিনি রণবীরের প্রিয় রাঁধুনী ছিলেন তাকে সঙ্গেই নিয়ে গেছেন তিনি। আর তার কাছ থেকেই রান্নাগুলো রপ্ত করছেন ক্যাট।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ