কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বণে আবারও চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। কবিতার নামেই চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে 'ভারত আমাদের গন্তব্য নয়'।
'হুলিয়া' ও 'নেকাব্বরের মহাপ্রয়াণ'-এর পর 'ভারত আমাদের গন্তব্য নয়' নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা জিৎ দে।
'ভারত আমাদের গন্তব্য নয়' চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়েছে সাম্প্রদায়িক পীড়নের মুখে হিন্দুদের দেশত্যাগকে কেন্দ্র করে। এতে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কুমারী পপি বিশ্বাস।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রশিদা