'জিসম-২' মুভির মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় পর্ণোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনির। মুভিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এরপর থেকে তাকে অার পেছন ফিরে তাকাতে হয়নি। সানি অভিনীত নতুন মুভি 'এক পাহেলি লীলা' ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া 'কোচ কোচ লোচ্চা হ্যায়' নামে নতুন একটি মুভিতে অভিনয় করেছেন তিনি। বলিউডে পা রাখার পর থেকেই সবসময় পাশে পেয়েছেন স্বামী ডেনিয়েল ওয়েবারকে। ২০০৯ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো সন্তান নেননি এই দম্পতি। তবে কখনো সন্তান নিবেন না তাও কিন্তু বলেননি ৩৩ বছর বয়সী সানি। অবশেষে অবশ্য মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তবে ঠিক এই মুহূর্তে নয়। মা হওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত হবে আরো বছরখানেক লাগবে বলে জানিয়েছেন তিনি। পরিবারকে বর্ধিত করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে সানি একথা বলেন।
ইন্দো-এশিয়ান সংবাদ সংস্থা আইএএনএসকে সানি বলেন, 'পরিবার নিয়ে ভাবি না তা যদি বলি তাহলে মিথ্যা বলা হবে। কিন্তু এখন আমার জন্য শারীরিকভাবে গর্ভবতী হওয়ার সময় নয় এটি।' তবে অবশ্য মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
সানি আরো বলেন, 'আমি বাচ্চা-কাচ্চা নিতে চাই। কিন্তু এখন বাচ্চা নিতে গিয়ে একটা বছর নষ্ট করতে চাই না।'
এদিকে, সানির স্বামী ডেনিয়েলও চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চান বলেও এই অভিনেত্রী জানিয়েছেন। এজন্য ডেনিয়েল হিন্দি শেখার জন্য বেশ জোরেশোরেই লেগেছেন। হিন্দি ভাষা ভালোভাবে শেখার জন্য স্বামীকে উৎসাহিতও করছেন তিনি। খবর আইএএনএস'র
বিডি-প্রতিদিন/ ৭ এপ্রিল ২০১৫/শরীফ