ভাবছেন, চলচ্চিত্র ছেড়ে রাজনীতির মাঠে নামলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু তা নয়। আসলে 'রাজনীতি' নামে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক বুলবুল বিশ্বাস। সেই ছবিতে অভিনয় করবেন অপু বিশ্বাস। এছাড়া অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক শাকিব খান ও জায়েদ খান।
জানা গেছে, আগামী ১১ই এপ্রিল ঢাকা থেকে শ্যুটিংয়ের উদ্দেশ্যে শাকিব খানকে নিয়ে নেপাল যাচ্ছে পুরো শ্যুটিং ইউনিট। সেখানে ১২ তারিখ শ্যুটিং করে ১৩ তারিখ ঢাকায় ফিরবেন তারা।
এদিকে ছবির নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও ঘোষণা না করলেও নায়িকা হিসেবে অপু বিশ্বাসকেই এগিয়ে রেখেছেন পরিচালক বুলবুল বিশ্বাস।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটির বিষয়ে পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। কয়েকদিন পর চূড়ান্ত খবর দিতে পারবো।’
ছবির গল্পে দেখা যাবে রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়ে এ দু'জনের মধ্যে শুরু হবে দ্বন্দ। শুধু তাই নয় দু'জনই আবার একই মেয়ের প্রেমে পড়বেন। অর্থাৎ ত্রিভূজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব