জিঙ্গেলের রানীখ্যাত শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুমনা হক দীর্ঘ ১৫ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন। 'কিছু স্মৃতি কিছু বেদনা' নামক নতুন একক অ্যালবাম আসছে পহেলা বৈশাখে শ্রোতাদের হাতে তুলে দেবেন তিনি। সুমনা হক জানান, তার তৃতীয় আধুনিক বাংলা গানের অ্যালবামে মোট গান আছে সাতটি। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন মুম্বাইয়ের যশপাল মনি। মুম্বাইতেই গানগুলোর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে গানগুলো কে লিখেছেন সেখানেই চমক রাখতে চাচ্ছেন সুমনা হক। তার ভক্ত দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবেই রেখে দিলেন গীতিকারের নামটি। এরই মধ্যে সুমনা হক তার নতুন অ্যালবামের চারটি গানের মিউজিক ভিডিও করেছেন। 'এলো বৈশাখ' গানটি পহেলা বৈশাখের দু-একদিন আগে থেকেই দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। দীর্ঘদিন পর আধুনিক গান নিয়ে শ্রোতাদের মাঝে আবারও ফিরে আসা প্রসঙ্গে সুমনা হক বলেন, 'বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বা পথচলায় আমার ভক্ত শ্রোতাদের সঙ্গে দেখা হলে তারা গানে ফেরার কথা বলতেন। সেই তাগিদ থেকে এবং আমার মনের ক্ষুধা মেটাতে আবার অ্যালবাম করেছি।'