'জিসম-২' মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন পর্ণোতারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। এরপর থেকে তাকে অার পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় করেছেন 'রাগিনি এমএমএস ২' সহ বেশ কয়েকটি মুভিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ববি খান পরিচালিত 'এক পাহেলি লীলা' মুভিটি। 'কুচ কুচ লোচ্চা হ্যায়' নামে একটি সেক্স কমেডি মুভি মুক্তির অপেক্ষায় আছে। অর্থাৎ বলিউডে সানি যে অনেকটাই সফল তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তারপরও কোথাও যেন তার হতাশা! সানি নিজেই এমনটাই জানিয়েছেন। বলিউডে অভিনয় করতে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন বলে নিজের কষ্টের কথা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডে'র
সানি জানান, বলিউডে বরাবরই নারী অভিনেত্রীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এ থেকে তিনিও রক্ষা পাননি। তিনি নিজেও এর শিকার হয়েছেন।
সানি বলেন, 'বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করে আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে আমাকে আমার অতীতের চরিত্রেও অভিনয় করতে বলা হয়েছে। কিন্তু আমি করিনি। এগুলো বলিউডে বৈষম্য ছাড়া অার কিছুই না।' সানি আরো বলেন, 'আমি অতীতকে অনুসরণ করতে চাই না। বলিউডেই আমার ভবিষ্যৎ বেঁধে ফেলতে চাই।'
সানি অভিনীত সবকটি মুভিই হিট হয়েছে। নিচু ও মধ্যম সারির এবং নবাগত তারকাদের সঙ্গেই এখন পর্যন্ত কাজ করেছেন। এখন পর্যন্ত বড় কোনো তারকার বিপরীতে কাজের সুযোগ পাননি। তাতেও তার কোনো আফসোস নেই। নিজের সাফল্য নিয়ে বেশ খুশিই তিনি।
তা সত্ত্বেও সানি লিওন বলেন, 'তবে কষ্ট যে, অধিকাংশ ভক্ত এখনো আমাকে মন থেকে নিতে পারেনি। তারা মনে করেন, শুধু একটা কাজের জন্য পারফেক্ট সানি! আর যারা আমাকে সমর্থন করেন তারাই মূলত বোঝেন, মুুভিতে আমার গুরুত্ব কতখানি।'
বলিউড খানদের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন সানি। কোনো সংকোচ ছাড়াই তিনি বলেন, 'মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি সন্তুষ্ট। আমার সঙ্গে যাদের কাজ করার আগ্রহ আছে; আমি তাদের সঙ্গেই কাজ করতে চাই।'
উল্লেখ্য, গত মাসের ১০ তারিখে মুক্তি পেয়েছে সানি অভিনীত 'এক পাহেলি লীলা' মুভিটি। এছাড়া তার অভিনীত 'কুচ কুচ লোচ্চা হ্যায়' মুভিটি চলতি মাসের ৮ তারিখেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে মুভিটির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন তিনি। অবশ্য সম্প্রতি তাকে আইপিএলের এক ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করতেও দেখা গেছে।
বিডি-প্রতিদিন/ ৫ মে ২০১৫/শরীফ