অমিতাভ রেজা চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তার চলচ্চিত্র নিয়ে এরই মাঝে শোবিজ অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। নায়ক হিসেবে আগেই ঘটা করে চঞ্চল চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। কিন্তু নায়িকা কে? কিছুতেই বলছিলেন না। বরং গত কয়েকদিন ধরে অমিতাভ রেজা ফেসবুক পেজে মুখোশ পরা একটি মেয়ের ছবি পোস্ট দিয়ে সবার কৌতূহলে বাতাস দিয়েছেন। সবার কৌতূহল যখন আকাশচুম্বী, তখন নির্মাতা মেয়ের মুখ থেকে মুখোশ খুলে চেহারা প্রকাশ করেছেন। আর সবাই দেখলেন তাকে। তিনি নাবিলা। হ্যাঁ, জনপ্রিয় উপস্থাপিকা নাবিলাই অমিতাভের ছবির নায়িকা হচ্ছেন। তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করবেন 'আয়নাবাজি' ছবিতে। অমিতাভ রেজা বলেন, 'অবশেষে আমরা নায়িকা খুঁজে পেয়েছি। নাবিলাকে আমরা চূড়ান্ত করেছি। আশা করি, শিগগিরই দৃশ্যধারণ শুরু করতে পারব।' কিন্তু নায়িকা হওয়ার বিষয়ে নাবিলার কি মন্তব্য! জানতে চাইলে তিনি বলেন, 'আমার অনুভূতি নড়বড়ে। পুরোপুরি নার্ভাস যাকে বলে। আমি নিজেকে সঁপে দিয়েছি নির্মাতার ওপর। তিনি কীভাবে অভিনয় বের করবেন জানি না'। ছবিটিতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ।