সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'চিনিবিবি' চলচ্চিত্রটির কেমন সাড়া পাচ্ছেন?
এখন পর্যন্ত যারা হলে গিয়ে ছবিটি দেখেছেন, তারা সবাই প্রশংসা করেছেন। এই ছবিতে আমি চিনিবিবির চরিত্রে অভিনয় করেছি।
আপনার কাছে চলচ্চিত্রের গল্পটি কেমন লেগেছে?
গ্রামের এক চঞ্চল, উৎফুল্ল তরুণীর গল্প নিয়ে গড়ে উঠেছে 'চিনিবিবি'র গল্প। গ্রামের সহজ-সরল প্রেমের গল্প এটি। আমার অভিনয়ের জায়গা থেকে আমি অভিনয় করেছি। সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো অভিনয় করার চেষ্টা করেছে। এ ছবিতে ১০টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ১১ জন কণ্ঠশিল্পী। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। সব মিলিয়ে আশা করছি দর্শকদের ভালো লাগবে।
নতুন আর কোনো ছবিতে অভিনয় করেছেন?
সজল আহমেদের পরিচালনায় দুটি ছবিতে কাজ করছি। দুটিই যৌথ প্রযোজনার ছবি। এর মধ্যে একটি ছবিতে আমি আর কলকাতার নায়ক সোহম অভিনয় করব। ছবিটির নাম 'ভালোবেসে ছুঁয়ে দিলাম'। নামটি পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে। ঢাকা এবং কলকাতার পাশাপাশি নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও সিনেমাটির দৃশ্যধারণ হবে। এরই মধ্যে এ সিনেমাটির গানের কাজ শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী শান, শ্রেয়া ঘোষাল, লক্ষ্মী, হাবিব ও আরও অনেকে। আর অন্য ছবিটির নাম হচ্ছে 'ভালোবাসার রাজকুমারী'। এ সিনেমায় আমার নাম ভূমিকায় অভিনয় করার কথা আছে।
নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করছেন?
বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। ঈদে মেহেদি, জুয়েলারি ও বেশকিছু ফ্যাশন হাউসের বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে।
অভিনয়ের পাশাপাশি আপনি তো একজন দন্ত চিকিৎসক। কোন পেশায় স্থির হবেন?
প্রথমে আমি একজন চিকিৎসক হতে চাই। তারপর ভালো একজন অভিনেত্রী। আমি মিডিয়ায় এসেছিলাম মডেল হতে, কিন্তু হয়ে গেলাম অভিনেত্রী। মেঘ না চাইতে বৃষ্টি আর কি। সামনে আমি পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছি। পাশাপাশি ভালো গল্প পেলে ভালো কিছু ছবিতে অভিনয় করব।
চলচ্চিত্র জগতে কার অভিনয় আপনার ভালো লাগে?
আমার অনেকের অভিনয়ই ভালো লাগে। তার মধ্যে ববিতা আপার অভিনয় আমার অনেক ভালো লাগে। আপাকে আমি দেখেছি সব ধরনের চরিত্রের সঙ্গে মিশে যেতে। তার মতো করে আমি অভিনয় করতে চাই।
আলী আফতাব