বিদ্যা সিনহা মিম, এপার বাংলার জনপ্রিয় নায়িকা। এবার তিনি জুটিবদ্ধ হলেন ওপার বাংলার নায়ক সোহমের সঙ্গে। দুই বাংলার যৌথ আয়োজনে নির্মিতব্য 'প্রোডাকশন নাম্বার ১২' ছবিতে কাজ করবেন তারা। টালিগঞ্জের প্রখ্যাত চিত্র নির্মাতা রাজ চন্দ পরিচালনা করবেন রোমান্টিক গল্পের এই ছবিটি। জুন মাসের শেষ সপ্তাহে ভারতে আর জুলাইয়ের শেষে বাংলাদেশে শুটিং হবে ছবিটির। এ ছবির স্থানীয় প্রযোজনা সংস্থা আনন্দদিন ফিল্মস। আর কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান হলো ক্রিয়েটিভ মিডিয়া। রাজ চন্দ টালিগঞ্জের একজন দামি নির্মাতা। ব্যতিক্রমী গল্প আর মেসেজের ছবি বরাবরই উপহার দিয়ে আসছেন তিনি।
'প্রোডাকশন নাম্বার ১২' হবে বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের একটি ছবি। এমনটিই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। মিম বলেন, এই নির্মাতার সব ছবি আমি দেখেছি। তার নির্মাণ মানে অন্যরকম কিছু পাওয়া। তার মতো একজন উঁচুমাপের নির্মাতার ছবিতে কাজ করতে যাচ্ছি বলে খুবই ভালো লাগছে। কলকাতা থেকে মুঠোফোনে নায়ক সোহম জানান, ঢাকার নায়িকা মিমের সঙ্গে জুটি বেঁধে কাজ করব। ভাবতেই ভালো লাগছে। কারণ আমরা দুই বাংলার মানুষ একই আত্দা ও ভালোবাসার বাঁধনে বাঁধা। এক কথায় আমি খুবই এক্সাইটেড।