দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন রিয়াজ। এবার অভিনয় করবেন ইমপ্রেস টেলিফিল্মের 'কালের পুতুল' ছবিতে। এটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা আকা রেজা গালিব। একটি বিদেশি উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মাণ হবে সাসপেন্স থ্রিলারধর্মী ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন প্রাচ্যনাট্যের নাসিফুল ওয়ালিদ। নির্মাতা জানান, নির্দিষ্ট কোনো নায়ক-নায়িকাকে ঘিরে এ ছবির গল্প গড়ায়নি। গল্পে থাকছে ১০টি চরিত্র। প্রতিটিই সমান গুরুত্বপূর্ণ। ছবির অন্য শিল্পীরা হলেন- বন্যা মির্জা, জান্নাতুন নূর মুন, গাজী রাকায়েত, লুৎফুর রহমান জর্জ, শাহেদ আলী, আরিফ অর্ক প্রমুখ। আরেকজন নায়িকা হিসেবে নতুন মুখ নেওয়া হবে বলে জানান নির্মাতা। চলতি মাসের শেষ সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। রিয়াজ বলেন, চমৎকার গল্প ও চরিত্র পেয়ে আবার চলচ্চিত্রে ফিরলাম। এ ধরনের কাজ পেলে বড়পর্দায় আবার নিয়মিত হব।