ছোট চুল, নীল কোট, আপাদমস্তক টিপটপ এয়ারহোস্টের বেশে হাজির সোনম কাপুর। সম্প্রতি টুইটার ওয়ালে সোনম, নীরজা ভাটের লুকে একটি ছবি পোস্ট করেছেন।
৫ সেপ্টেম্বর ১৯৮৬। বিমান তখন মাঝ আকাশে। হঠাৎ চার যাত্রী মুখোশ পরে বন্দুক তুলে পণবন্দী করল 'প্যান অ্যাম ফ্লাইট-৭৩' এয়ারলাইনস বিমানের বাকি যাত্রীদের। চার জঙ্গির দাবি, আমেরিকান যাত্রীদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দিতে হবে। বিমানটি গতিপথ পাল্টে লাহোরে গিয়ে নামে। সারাবিশ্বের সংবাদমাধ্যমে তখন ছিনতাই হয়ে যাওয়া বিমানের খুঁটিনাটি আপডেট। যাত্রীরা আতঙ্কে দিশাহারা। ঠিক তখনই ২৩ বছর বয়সী নীরজা ভাট অসীম সাহসিকতায় লুকোচুরি খেলতে শুরু করেন সশস্ত্র জঙ্গিদের সঙ্গে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে মুক্ত করেন যাত্রীদের। আর এই চরিত্রেই অভিনয় করছেন সোনম। ধারণা করা হচ্ছে, এটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি হবে।