যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সোমবার মেট গালায় উপস্থিত হয়েছিলেন রিহান্না, বেয়ন্স, কিম, সেলেনা গোমেজসহ অনেকে। রিহান্নার পরনে ছিল হলুদ রঙের বিশাল এক গাউন। চারদিকে পশমের আবরণ, সোনালি সুতার কাজ এবং বাহারি ডিজাইনের ফুল দিয়ে তৈরি গাউনটি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে হাঁটতে হয় রিহান্নাকে।
কিন্তু পোশাক সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল রিহান্নাকে। অনুষ্ঠানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর কয়েকজন তার পোশাক ধরে রাখেন। সিঁড়িতে ওঠার সময় পেছন থেকে পোশাক ধরে রাখেন। এর আগেও বিতর্কিত ডিজাইনের পোশাকের জন্য একাধিকবার আলোচনায় আসেন ২৭ বছর বয়সী এই পপ তারকা।
এবারের মেট গালার প্রতিপাদ্য ছিল ‘চায়না: থ্রো দ্য লুকিং গ্লাস’। শিরোনামের সঙ্গে সঙ্গে মিলে গেছে রিয়ান্নার গাউনটি যা তৈরি করেছেন চীনের ডিজাইনার গু পেই।
বিডি-প্রতিদিন/ ০৬ মে, ২০১৫/ রশিদা