জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ভারতে তার জনপ্রিয়তা তুঙ্গে। আর সেই জনপ্রিয়তা ও খ্যাতিকে পুঁজি করে ভারতের নির্মাতারা মুভিতে অভিনয়ের জন্য বলিউডের অন্দর মহলে আমদানি করতে যাচ্ছেন সংগীত শিল্পী আতিফ আসলামকে। হ্যাঁ, ঘটনা এমনই। সংগীতের পর এবার ভারতের চলচ্চিত্র জগতেও প্রবেশ করতে যাচ্ছেন পাকিস্তানি সেনসেশনাল শিল্পী আতিফ আসলাম।
জানা গেছে, যাদুকরি কণ্ঠ দিয়ে ভারতীয়দের মন জয় করার পর এবার অভিনয় নিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে আতিফ আসলামের। এ সম্পর্কে আতিফ আসলাম বলেন, 'আমি অতীতেও বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গান নিয়ে ব্যস্ততা থাকায় সেই সুযোগ আর হয়ে উঠেনি। তবে এই বছরের শেষ দিকে বলিউডের একটি মুভিতে প্রথমবারের মতো আমাকে দেখা যেতে পারে'।
বলিউডে অভিষেক হতে যাওয়া সংগীতশিল্পী আতিফ আসলাম এর আগে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। 'পেহলি নজর ম্যায়', 'তু জানে না', 'হো লামহে, আদত' এবং 'তেরে বিন'র মতো অসংখ্য জনপ্রিয় গান দিয়ে ভারতীয় সংগীতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই শিল্পী। ভারতের অসংখ্য মুভিতে তিনি গান গেয়েছেন, ভারতের প্রচুর স্টেজ শোতেও তিনি পারফর্ম করেছেন।
এদিকে, গত মাসে হিন্দু কট্টরপন্থি দল শিব সেনাদের হুমকির মুখে ভারতে পণ্ড হয়ে গিয়েছিলো আতিফের একটি স্টেজ শো।
বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ