২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বলিউড অভিনেতা সালমান খান দুই দিনের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। বোম্বে হাইকোর্ট সালমানের আপিল আবেদনের শুনানি শেষে তাকে এ জামিন দেন। টেকনিক্যাল কারণে এ জামিন দেওয়া হয়। সালমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী হ্যারিশ সালভে। জামিন আবেদনের শুনানি স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে।
সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে প্রদান করা রায়ের কপি এখনো হাতে না পাওয়ায় তাকে এই অন্তবর্তীকালীন জামিন দেন বোম্বে হাইকোর্ট। আগামী শুক্রবার সালমানকে নিয়মিত জামিন দেওয়া হবে কিনা এ লক্ষ্যে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে আজ দুপুর ২টায় মুম্বাইয়ের সেশন কোর্ট হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত করে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেন। ইচ্ছা বা অনিচ্ছাকৃত হত্যাসহ [কারপাবল হোমিসাইড] সবকটি অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত সাজা দেন বিচারক ডি ডাব্লিউ দেশপাণ্ডে। রায় শুনে আদালতের কাঠদড়ায় বসে পড়ে কান্নায় ভেঙে পড়েন।
২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, একই বছরের ২৮ সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় তা ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর তুলে দেন তিনি। এতে করে একজনের মৃত্যু হয়েছিল। অভিযোগ ছিল, সালমান যে গাড়িটি করে চড়ছিলেন এর লাইসেন্স ছিল না এবং তিনি তখন মদ্যপ ছিলেন। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলেও অভিযোগে বলা হয়েছিল। তবে এ অভিযোগ সালমান অস্বীকার করে আসছিলেন। এমনকি আজ আদালতে বিচারক তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সালমান একদম চুপ ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/ ৬ মে ২০১৫/শরীফ