বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জেন্টস হলে ৪ মে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রথীন্দ্রনাথ রায়ের মনোজ্ঞ পরিবেশনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খ্যাত এই গুণী শিল্পী পরিবেশন করেন মাটির গান। তার অনুকরণীয় সুরশৈলী ও গায়কী প্রবাসী শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা চিরচেনা বাংলায়। একের পর এক তিনি গেয়ে শোনান তীরহারা এই ঢেউয়ের সুরে আমার এ দেশ সব মানুষের, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, খোদার ঘরে নালিশ করতে, ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই।