তৌকীর আহমেদের নতুন ছবি 'অজ্ঞাতনামা'য় নায়িকা হলেন নিপুণ। এটি এই নির্মাতার বড় পর্দার তৃতীয় নির্মাণ। আট বছর আগে প্রথম তিনি নির্মাণ করেছিলেন 'জয়যাত্রা'।
'অজ্ঞাতনামা'র গল্প গড়ে উঠেছে মানবপাচারকে কেন্দ্র করে। এতে পাচার হয়ে যাওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন নিপুণ। এ ছাড়া ছবির নায়ক হিসেবে থাকছেন মোশাররফ করিম।
একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকছেন তিনি।
নারী পাচারকারী দলের দালালের চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। এ ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন আবুল
হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা তৌকীর আহমেদ। ছবিটি প্রযোজনা করছে
ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা বলেন, আমি বিষয়ভিত্তিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। তাই প্রথম চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ এবং এখন মানবপাচারের মতো সংবেদনশীল একটি বিষয় বেছে নিয়েছি। জুন মাসে রাজবাড়ীর পাংশায় ছবির শুটিং শুরু করব। নিপুণ বলেন, 'গল্পে আমার চরিত্রটি অসাধারণ। দর্শক ছবিটি নিঃসন্দেহে পছন্দ করবেন। তৌকীর ভাই বরাবরই ভিন্নধর্মী বিষয় নিয়ে বক্তব্যপ্রধান নাটক ও ছবি নির্মাণ করেন। তার কাজ সুধীজন থেকে শুরু করে সর্বমহলের গ্রহণযোগ্যতা পায়। এবার মানবপাচারের মতো একটি সংবেদনশীল জাতীয় সমস্যা নিয়ে চলচ্চিত্র নির্মাণে আসছেন তিনি। বিষয়টি দর্শক আগ্রহ নিয়ে গ্রহণ করবেন।'