আবার রোমান্টিক চরিত্র নিয়ে বড় পর্দায় আসছেন ঢালিউড অভিনেত্রী অাঁচল। তার এবারের ছবির শিরোনাম 'বোঝে না সে বোঝে না'। অাঁচলের ক্যারিয়ারের শুরুটা ছিল রোমান্টিক চরিত্র দিয়ে। ছবির শিরোনাম 'বেইলী রোড'। প্রথম ছবিতেই প্রেমপ্রধান চরিত্রে দর্শক নজর কাড়েন তিনি। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত অাঁচলের প্রায় একডজন ছবি মুক্তি পেয়েছে। প্রতিটি ছবিতেই তার চরিত্র ছিল রোমান্টিকধর্মী। শুক্রবার মুক্তি পাচ্ছে অাঁচলের নতুন ছবি 'বোঝে না সে বোঝে না'। এতেও রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর। নির্মাতা বলেন, সম্পূর্ণ রোমান্টিক ও পারিবারিক গল্পে নির্মাণ করেছি ছবিটি। এতে সুন্দর একটি চরিত্রে অভিনয় করেছেন অাঁচল। তার বিপরীতে আছেন নতুন মুখ শাহজাদ খান। এ ছবির গল্পের সঙ্গে কলকাতার 'বোঝে না সে বোঝে না'র কোনো মিল নেই। পাণ্ডুলিপি লিখেছেন কমল সরকার। অন্য অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন প্রবীর মিত্র ও অমিত হাসান। ৮০টিরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। ছবির শ্রুতিমধুর গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। আশা করছি, দর্শক পূর্ণ বিনোদন খুঁজে পাবেন এ ছবিতে। অাঁচল বলেন, রোমান্টিক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। 'বোঝে না সে বোঝে না' আগের ছবি ও আমার অভিনয় থেকে আরও উন্নত। নিঃসন্দেহে দর্শকের ভালো লাগবে।