'মেট গালা'য় পরে আসা পপতারকা রিয়ান্নার হলুদ পোশাকটির দিকে সেদিন ছিল সবার নজর। ঠিক যেন ময়ুরবেশে হাজির হয়েছেন পপতারকা। ছোট পোশাকে অভ্যস্থ রিয়ান্না সেদিন বলা যায় হারিয়ে গিয়েছিলেন বিশাল বহরের ওই পোশাকের আঁড়ালে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে- রিয়ান্নার ওই গাউনটি বানাতে খরচ হয়েছিল দুইটি বছর!
গত ৪ মে নিউইয়র্কের 'মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট'- এ বসেছিল 'মেট গালা'র আসর। অনুষ্ঠানস্থলটি পরিণত হয়েছিল তারকাদের মিলনমেলায়। সব তারকাই ভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকে সেজেছিলেন সেদিন। তবে পুরো আসরে বিশেষভাবে চোখে পড়েন বিখ্যাত সঙ্গীতশিল্পী রিয়ান্না।
রিয়ান্না এক সাক্ষাৎকারে জানান, ইন্টারনেটেই এই সুন্দর পোশাকটি রিয়ান্নার নজরে আসে। 'মেট গালা'র জন্যই রিয়ান্না চাইনিজ পোশাকগুলোয় একটু চোখ বুলিয়ে নিচ্ছিলেন। একজন চায়নিজ নারীর এই পোশাকটি হাতে তৈরি করতে পুরো দু’বছর সময় লেগেছে বলে জানান তিনি।
এই পুরো পোশাকটি সেলাই করেছেন একজন ডিজাইনার গুয়ো পেই। বিখ্যাত এই সঙ্গীতশিল্পীর এই হলুদ পোশাকটি আকর্ষণীয় পোশাক হয়ে আছে এই গালা ইভেন্টের। সিঁড়ি দিয়ে উপরে উঠতে রিয়ান্নার পোশাকটিকে তিনজন মানুষের ধরতে হয়েছিল।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ