বলিউড সুপারস্টার সালমান খানকে ৫ বছর কারাদণ্ড দেওয়ার পর উচ্চ আদালতের দেওয়া ২ দিনের অন্তবর্তীকালীন জামিনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলা দায়ের করে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহানির্বাণ সেনা।
সংগঠনটির দাবি, ১৩ বছর লেগেছিল যেই অপরাধ প্রমাণে, তার সাজা হওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই সেই মামলায় জামিন কিভাবে পেয়ে গেলেন সালমান খান? তার বিরুদ্ধে ওঠা ৮টি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন সালমান। ফলে সব দিক বিচার বিবেচনা করে মুম্বাইয়ের স্থানীয় আদালতের বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে তাকে ৫ বছরের কারাদণ্ড দেন। কিন্তু তার পরই ২ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান এ অভিনেতা। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না মহানির্বাণ সেনা। এজন্য ওই জামিনকে চ্যালেঞ্জ করে তিনি মামলা দায়ের করেছেন।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন দায়রা আদালতের রায় যে তার বিরুদ্ধেই যাবে সেই বিষয়ে আগেই আঁচ পেয়েছিলেন সালমান। তাই আগে থেকেই মুম্বাই হাইকোর্টে জামিনের আবেদনের বিষয়ে পরিকল্পনা করেই রেখেছিলেন তিনি। তবে অনেক আইনজীবীর দাবি, তারকা হওয়ার সুবাদেই সালমান এই সুবিধা পেলেন। যা তিনি তারকা না হলে কখনই পেতেন না।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব