১৩ বছর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে এক ঘুমন্ত ফুটপাতবাসীকে হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমান খানকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। যদিও গতকালই মুম্বাইয়ের হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে যান তিনি।
এরপর বুধবার রাত থেকেই তার বাড়িতে আসতে শুরু করেন বলিউডের তারকারা। এই তালিকায় ছিল প্রীতি জিনতা, সোনাক্ষী সিনহা, বিপাশা বসু, রানী মুখার্জীর মতো অভিনেত্রীরা। পাশাপাশি আসেন সুনীল শেঠী, সোনু সুদ, পুণীত ইসার, চাঙ্কি পান্ডের মতো তারকারা। আর বৃহস্পতিবার সকালে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান আমির খান।
অন্যদিকে, রায় ঘোষণার আগের দিনও সালমানের বাড়িতে বহু তারকাই এসেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য তারকাদের মধ্যে ছিলেন শাহরুখ খানও।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৫/মাহবুব