ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনির গোঁফ উঠেছে! আৎকে উঠলেন? ঠিক গোঁফ উঠেছে বলা যাবে না, তবে সিনেমার শুটিংয়ের জন্য তাকে নকল গোঁফ লাগাতে হয়েছে। শামীমুল ইসলাম শামীম পরিচালিত 'আমার প্রেম আমার প্রিয়া' সিনেমার একটি দৃশ্যের জন্য তাকে পুরুষ সাজতে হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার গল্পে পরীমনি সিনেমার নায়ক আরজু কায়েসকে মারতে গুন্ডা ভাড়া করবেন। কিন্তু যিনি গুন্ডা তার স্বভাব ভালো না। মেয়ে মানুষ দেখলে খারাপ ব্যবহার করে। তাই কৌশল অবলম্বন করে ছেলে সেজে গুন্ডার কাছে যান পরীমনি।
ছবিতে গুন্ডার চরিত্রে অভিনয় করছেন ডন। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, 'এ সিনেমার প্রতিটা দৃশ্য এতো মজার যে আমরা শিল্পীরাই অভিনয় করতে গিয়ে হাসতে হাসতে শেষ। সবসময় প্রতীক্ষায় থাকি কবে আবার এর শুটিংয়ের তারিখ পড়বে।'
সিনেমাটির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ' পুরুষ চরিত্রে পরীকে দারুন মানিয়েছে। গত ৫ মে থেকে পুবাইলে দ্বিতীয় লটের শুটিং শুরু করেছি। এর আগে গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে এর প্রথম লটের শুটিং করা হয়।'
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ