দু'দিনের অন্তর্বর্তী জামিনের সময়সীমা শেষ হলেও আজ শুক্রবার। আদালতের আদেশ অনুযায়ী আজই মুম্বাই হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা সালমান খানের। এরপর সেখান থেকেই কারাগারে নিয়ে যাওয়া হবে এ বলিউড সুপারস্টারকে। তবে সালমান খানের পারিবারিক সূত্রে জানিয়েছে, শুক্রবার মুম্বাই হাইকোর্টে হাজিরা দিতে যাচ্ছেন না সালমান।
সূত্রের খবর, সালমানের আইনজীবী তার শারীরিক অবস্থার কথাই তুলে ধরছেন। আইনজীবীদের তরফে আদালতে কাল জানানো হবে বিষয়টি। তবে আইন অনুযায়ী আদালত মনে করলে বেশ কয়েকটি কারণ উপস্থিতি থেকে অব্যাহতি দিতে পারে অভিযুক্তকে।
উল্লেখ্য, ২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়িচাপা দিয়ে এক ফুটপাতবাসীকে হত্যার অপরাধে গত বুধবার সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি আদালতা। এরপর দায়রা আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করলে পরেই তার দুদিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব