বছর ১২ আগেও হিন্দি সিনেমা ও সিরিয়ালের চেনা মুখ ছিলেন বরখা মদান। ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিলেন তিনি। অক্ষয় কুমারের খিলাড়িয়োঁ কা খিলাড়ি, টিভি সিরিয়াল 'ঘর এক স্বপ্না'-য় গ্ল্যামার গার্ল হিসেবে তাকে দেখেছে সবাই। পরবর্তীকালে নিজে প্রোডাকশন হাউস তৈরি করে ছবি প্রযোজনার কাজেও হাত দেন। কিন্তু হঠাৎ করেই রঙিন দুনিয়া থেকে বিদায় নেন তিনি। নিজেকে গেরুয়া বসনে আবৃত করে হয়ে যান সন্ন্যাসিনী।
২০০২-এ হঠাত্ই তার জীবনে আসে এ পরিবর্তন। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংসারের সব মোহ ত্যাগ করে বাকি জীবনটা সন্ন্যাসিনী হয়ে কাটানোর সিদ্ধান্ত নেন।
লামা জোপা রিনপোচে-র কাছে বৌদ্ধ ধর্মের আদর্শে দীক্ষা নেন বরখা। ওই সময় তার হাতে বলিউডের প্রচুর কাজ। বাবা-মাকে ইচ্ছার কথা জানিয়ে পাড়ি দেন কাঠমান্ডু।
সেখানেই একটি বৌদ্ধ মঠে আধ্যাত্মিক জীবন শুরু করেন বরখা। সেদিনের সেই গ্ল্যামার গার্ল বরখা এখন বৌদ্ধ সন্ন্যাসিনী গিয়ালতেন স্যামসেন।
সূত্র : এই সময়
বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ