মুম্বাই হাইকোর্টে সালমান খানের জামিনের মেয়াদবৃদ্ধির শুনানির মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেন তার এক ভক্ত। এসময় তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মুম্বাই হাইকোর্টের ভিতরে যখন শুনানি চলছে তখন কোর্টের বাইরে আচমকা একটি ছোট বোতল খুলে কিছু পান করে সেখানেই লুটিয়ে পড়েন সেই ভক্ত। তবে পান করা আগে তিনি বলেন, আমি সালমান খানের একজন একনিষ্ঠ ভক্ত।
মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি ফিনাইল জাতীয় কোন তরল রাসায়নিক পান করেছেন।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব