সম্প্রতি শুরু হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন’ ছবির কাজ। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়ক সাগর ও সানজিদা তন্ময়। এবার দ্বিতীয় ধাপে ৮ মে থেকে গাজীপুরে শুরু হয়েছে এ ছবির কাজ। চলবে ১৫ মে পর্যন্ত। শিশুতোষ এই ছবিটিতে আরো বিভিন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান ও সাইরা।
ছবিটি ২৫ ডিসেম্বর জাজ মাল্টিমিডিয়ার ব্যানরে মুক্তি পাবে বলে জানা যায়। এ ছবির নায়ক সাগর বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম ছবি। তবে এর আগে বেশকিছু নাটকে অভিনয় করেছি। এ ছবিতে আমার চরিত্রের নাম হুমায়ুন। নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। অভিনয়কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি, দর্শকদের পছন্দ হবে ছবিটি।’
পরিচালক জানিয়েছেন, পরিবারে শিশু বঞ্চনা ও শিশুর অধিকার রক্ষার ব্যাপারে সচেতনতা তৈরির লক্ষ্যেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। আর এ ছবিতে ৫টি গান ও ১টি আইটেম গানও থাকবে।