আবারও মা হলেন অভিনেত্রী ও হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে বৃহস্পতিবার কন্যাসন্তানের মুখ দেখেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়েকে কোলে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিলার স্বামী শিক্ষক ও বুদ্ধিজীবী আসিফ নজরুল। মা-মেয়ে দু'জনই সুস্থ আছেন।
শিলার স্বামী শিক্ষক ও বুদ্ধিজীবী ড. আসিফ নজরুল নবজাতকের সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন। সেখানে তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন ও সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর আসিফ নজরুল তার ফেসবুক একাউন্ট থেকে শিলা আহমেদ ও তার একটি ছবি প্রকাশ করেন। ওই ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, 'মি উইথ শিলা ইন এ ভেরি স্পেশাল ডে'।ছবিটিতে দেখা যায় শিলা আহমেদ একটি ফরমে স্বাক্ষর করছেন। তার পাশেই বেশ অন্তরঙ্গভাবে বসে আছেন আসিফ নজরুল। ওই ফরমটি ছিল কাবিননামার কাগজ। ছবিটির সূত্র ধরে মিডিয়ায় জানাজানি হয় আসিফ-শিলার বিয়ের খবর। পরে অবশ্য তারা বিয়ের সত্যতা স্বীকারও করেন।
অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে ছাড়াছাড়ির পর শিলার সঙ্গে ঘর বাধেন আসিফ। আসিফের আগের সংসারে ছয় বছরের একটি সন্তান রয়েছে। অন্যদিকে শিলা আহমেদও অন্য আরেকজনকে বিয়ে করেছিলেন। ওই সংসারে চার ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে তার।
শিলা আহমেদ 'আজ রবিবার' নাটকে তিতলি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া 'কোথাও কেউ নেই' ধারাবাহিকে আফসানা মিমির ছোট বোন চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে বিপাশা হায়াতের সঙ্গে 'ওইজা বোর্ড' নাটকেও শিলা দুর্দান্ত অভিনয় করেন। এ ছাড়া হুমায়ুন আহমেদের 'আগুনের পরশমণি' সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৯৪’ পান তিনি।
বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ