দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, খাদ্য নিরাপত্তা ও প্রকৃতি নিয়ে যে কাজ করছে তার প্রশংসা করেছেন শান্তিতে নোবেলজয়ী ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। খাদ্য নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরের শেষ দিনে কৈলাশ সত্যার্থী রবিবার সন্ধ্যায় চ্যানেল আই পরিদর্শন করেন। সে সময় তিনি চ্যানেল আই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের অপার সম্ভাবনার নানাদিক আলোচনা করেন। চ্যানেল আই কার্যালয়ে তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমেধা সত্যার্থী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের প্রধান রাশেদা কে চৌধুরী।