দীর্ঘদিন তাঁকে পর্দায় বড়ো চরিত্রে দেখা যায়নি। 'সুপার নানি' ছবির প্রধান চরিত্রে তিনি থাকলেও, সেই ছবি প্রেক্ষাগৃহে খুব বেশি দিন চলেনি। এমন সময় আশার আলো হয়ে দেখা দিলো অভিষেক কাপুর-পরিচালিত 'ফিতুর' ছবি। এই ছবিতে রীতিমতো বড়ো চরিত্রে রেখার থাকার কথা থাকলেও ছবিতে থাকছেন না তিনি।
ব্যাপারটা কী? ক্যাটরিনাকে রেখা যে মোটেই ভালো চোখে দেখেন না, মানে ক্যাটরিনা যে তাঁর গুডবুকে নেই, একথা এখন সবাই জানেন। আর তাই নিয়েই 'ফিতুর'-এ জটিলতা। চার্লস ডিকেন্সের লেখা 'গ্রেট এক্সপেকটেশনস' অবলম্বনে তৈরি হওয়া এই 'ফিতুর' ছবিতে ক্যাটরিনার বড়ো বোনের ভূমিকায় অভিনয় করছিলেন রেখা। মূল গল্পে মিস হাভিশামের চরিত্রটিকে সিনেমার গল্পে রাখা হয়েছে বেগম নামে। আর সেই ভূমিকায় রেখাই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। এবং সেই হিসেবে প্রচারও চলছিলো। 'ফিতুর'-এর যে ছবি এখনও পর্যন্ত সবাই দেখেছেন, সেখানে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর, অভিষেক কাপুর এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে রয়েছেন রেখাই। কিন্তু শেষ পর্যন্ত সরে গেলেন তিনি। আর তাঁর জায়গায় এলেন টাবু।
শ্যুটিং-এর প্রাথমিক 'রাশ' দেখে নাকি পছন্দ হয়নি রেখার। নির্মাতাদের জানান, কিছু অংশ তিনি রি-শ্যুট করতে চান। মেহবুব স্টুডিও-তে তার শ্যুটিং-এর ব্যবস্থাও হয়ে যায়। কিন্তু তারপরেও নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও ছবির নির্মাতাদের তরফে ইউটিভি-র মুখপাত্র জানিয়েছেন, 'ছবির প্রাথমিক শ্যুটিং শিডিউল অনেকটাই পাল্টেছে। এতে রেখাজি-র একটু সমস্যা হচ্ছিলো। কিছু কাজ ওই সময়ে আগে থেকেই ঠিক ছিলো।' যদিও যতোই 'ডেট '-এর সমস্যার আজুহাত আসুক, কানাকানির আসল গল্প, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই নিজেকে সরিয়ে নিলেন রেখা।
বিডি-প্রতিদিন/ ০৩ জুন ১৫/ সালাহ উদ্দীন