একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবেই পরিচিত ছিলেন স্বাগতা। এবার সেই পরিচয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো নির্মাতা পরিচিতির। জিনাত শানু স্বাগতা 'দূরত্ব' নামের একটি 'থিসিস ফিল্ম' নির্মাণ করেছেন। নিজেই এর চিত্রনাট্য তৈরি করেছেন। মূলত এটি 'থিসিস ফিল্ম' হিসেবে জমা দেবেন জাহিদুর রহিম অঞ্জনের কাছে। স্বাগতা এরইমধ্যে 'স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন। অনার্সের চূড়ান্ত ফলাফলের আগেই 'থিসিস ফিল্মটি জমা দিতে হয়। সেই লক্ষ্যেই মূলত স্বাগতা নির্মাণ করেছেন 'দূরত্ব' নামক 'থিসিস ফিল্ম'টি। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামান, শ্যামল মাওলা, তামান্না তাসমিমসহ আরও অনেকে। স্বাগতা বলেন, 'নির্মাণ কাজ যে এত কঠিন তা নিজের 'থিসিস ফিল্ম'টি নির্মাণ করতে গিয়ে বুঝেছি। তবে যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই আমাকে নানানভাবে সহযোগিতা করার পাশাপাশি আমাকে অনেক উৎসাহও দিয়েছেন। তা না হলে শেষ পর্যন্ত কাজটি ভালোভাবে শেষ করা আমার সম্ভব ছিল না।