গান বাংলায় চলছে এয়ারটেল প্রেজেন্টস স্পট লাইট। যেখানে প্রতিভাবান শিল্পীদের পাঠানো গান হতে প্রতি মাসে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এই তিনজনের গান নিয়ে, গান বাংলা তৈরি করবে তিনটি মিউজিক ভিডিও। এবারের বিজয়ীরা হচ্ছেন- ঐশী, অাঁচল এবং তাসফিয়া।
বয়সে তরুণ এই তিনজনেই খুবই প্রতিভাবান শিল্পী। গান বাংলা কর্তৃপক্ষ তিনজনকে নিয়েই খুব আশাবাদী। এখন চলছে এই তিন শিল্পীর গানের ওপর মিউজিক ভিডিও তৈরির কাজ। খুব শিগগিরই দর্শক দেখতে পাবেন ঐশী, অাঁচল এবং তাসফিয়ার তিনটি নতুন মিউজিক ভিডিও।